এস এম রাজা।।নবাগত ঈশ্বরদী উপজেলার নির্বাহি অফিসার পিএম ইমরুল কায়েস ঈশ্বরদীর উন্নয়নে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। তিনি দারিদ্র্য নিরসন, জননিরাপত্তা নিশ্চিত করণ, টেকসই উন্নয়ন, মানসম্মত শিক্ষা, সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনাসহ অন্যান্য সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সর্বদা সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি দমনসহ অন্যান্য সামাজিক সমস্যা প্রতিরোধে ঈশ্বরদী বাসীর সকল রকমের পরামর্শ প্রত্যাশা করেছেন এবং তিনি বলেছেন ঈশ্বরদী বাসীর দেয়া সু -পরামর্শ গ্রহণ করে তা বাস্তবায়নে যথাযথ উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। তিনি উন্নত সুন্দর পরিচ্ছন্ন ঈশ্বরদী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে করোনাভাইরাস বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
Leave a Reply