চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামে দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আনোয়ার হোসেন সুমন (২৬) ওই গ্রামের রইচ উদ্দীনের ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, আনোয়ার হোসেন সুমন ওই দুই বোনকে সোমবার বিকালে নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে রান্নার জন্য ডেকে নিয়ে আসে। পরে তার বন্ধু মিলনের বাড়িতে রেখে পাঁচজন মিলে রাতভর তাদেরকে ধর্ষণ করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ খবর পেয়ে নির্যাতিত দুই বোনকে উদ্ধার করে।
এ ঘটনায় নির্যাতিত দুই নারী ওইদিন রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করে।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, নির্যাতিত দুই নারীকে বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা করা হবে।
এ ঘটনায় অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সুপার জানিয়েছেন।
Leave a Reply