শিরোনাম :
ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে ট্রলি চালক নিহত
Padma Sangbad

এস এম রাজা।। আজ সকালে রেলওয়ে মালগুদামের পশ্চিম পাশে ইয়ার্ডের মধ্যে একটি মালবাহী ট্রেনের নীচে কাটা পড়ে বিল্লাল হোসেন(৩৬) নামক এক পাওয়ার ট্রলির চালক নিহত হয়েছে। সে পাকশী ইউনিয়নের রুপপুর ফটু মার্কেট এলাকার মৃত আমিরুল মৃধার ছেলে।
ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার কর্মকার জানান, উল্লেখিত ব্যাক্তি রেল ইয়ার্ডে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঠিকাদারের ক্রয়কৃত বালু বহন করে এনেছিল। ঐসময় বৃষ্টি এলে বিল্লাল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়ীর নীচে আশ্রয় নেয়।এক পর্যায়ে বৃষ্টি থেমে গেলে সে বের হয়ে যাবার সময় হঠাৎ অপেক্ষমান রেলগাড়ী যাত্রা শুরু করে। এসময় বিল্লাল চাকার নীচে পড়ে দ্বিখন্ডিত হয়ে মৃত্যু বরন করে। এব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।