দুই কান কেটে ফেলেছেন, এবার নতুন পরিকল্পনায় স্যান্ড্রো!

Padma Sangbad

অনলাইন ডেস্ক
জার্মানির ফিনস্টারওয়াল্ডের বাসিন্দা স্যান্ড্রো। ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে ‘কিম্ভূত কিমাকার’ বানিয়ে আলোচনায় এসেছেন তিনি। গত বছর হঠাত্‍ই স্যান্ড্রোর মাথায় চেপেছিল, তাঁর মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলতে হবে। তাই ২০১৯ সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন।
এছাড়া তার কপাল এবং হাতের পেছনের রয়েছে ইমপ্লান্ট এবং মুখ-ও ট্যাটুতে ছাকা।
এবার ৩৯ বছরের স্যান্ড্রো ‘খুলি’ সদৃশ মুখ করে তোলার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে নাকের ডগা কেটে ফেলবেন এবং চোখে উল্কি আঁকাবেন বলে পরিকল্পনা করেছেন!
জানা যায়, তাঁর এই উদ্ভট শারীরিক পরিবর্তনের আগ্রহ প্রথম জেগেছিল ২০০৭ সালে। সেই সময় তিনি টিভিতে এক ব্যক্তিকে দেখেছিলেন যার মাথায় কাটা ইমপ্লান্ট করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত চেহারা পরিবর্তনের জন্য তিনি ছয় হাজার ইউরোরও বেশি খরচ করেছেন।
সূত্র: মিরর।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ০৯:৪৩:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

দুই কান কেটে ফেলেছেন, এবার নতুন পরিকল্পনায় স্যান্ড্রো!

Update Time : ০৯:৪৩:১০ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

অনলাইন ডেস্ক
জার্মানির ফিনস্টারওয়াল্ডের বাসিন্দা স্যান্ড্রো। ট্যাটু আর প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজেকে ‘কিম্ভূত কিমাকার’ বানিয়ে আলোচনায় এসেছেন তিনি। গত বছর হঠাত্‍ই স্যান্ড্রোর মাথায় চেপেছিল, তাঁর মুখটাকে মানুষের মাথার খুলির মতো করে তুলতে হবে। তাই ২০১৯ সালে তিনি দুই কান কেটে ফেলেছিলেন।
এছাড়া তার কপাল এবং হাতের পেছনের রয়েছে ইমপ্লান্ট এবং মুখ-ও ট্যাটুতে ছাকা।
এবার ৩৯ বছরের স্যান্ড্রো ‘খুলি’ সদৃশ মুখ করে তোলার কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে নাকের ডগা কেটে ফেলবেন এবং চোখে উল্কি আঁকাবেন বলে পরিকল্পনা করেছেন!
জানা যায়, তাঁর এই উদ্ভট শারীরিক পরিবর্তনের আগ্রহ প্রথম জেগেছিল ২০০৭ সালে। সেই সময় তিনি টিভিতে এক ব্যক্তিকে দেখেছিলেন যার মাথায় কাটা ইমপ্লান্ট করা হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত চেহারা পরিবর্তনের জন্য তিনি ছয় হাজার ইউরোরও বেশি খরচ করেছেন।
সূত্র: মিরর।