আজ ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুরে ইয়াবা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোটার
ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশের একটি চৌকশ অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ফারুক হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
(২৮আগস্ট) মধ্যরাতে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম এর নেতৃত্বে এসআই মনিরুজ্জামান, এসআই আব্দুল মান্নান, এসআই আব্দুল ওয়াহেদ সহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর এলাকার বড়বামনদহ গ্রামে ফারুক হোসেন(৩০) পিতা- ইকবাল হোসেন এর বাড়ীতে অভিযানকালে ফারুক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তার একতলা ভবনের ছাদের উপর ওঠে লাফ দিয়ে নিচে পড়ে যেয়ে তার বাম পায়ে আঘাত পায়। ফারুক এর বসত ঘর তল্লাশী করে ৩৭২(তিনশত বাহাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪(চার) বোতল ফেন্সিডিল উদ্ধার করে থানা পুলিশ।
বর্তমানে ফারুক হোসেন পুলিশ প্রহরায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল জানান, আসামির নামে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :