লালমনিরহাটের কালীগঞ্জে মাস্টার্স পরীক্ষা দেওয়া হলো না সোহেল রানার (২৫) নামে এক পরীক্ষার্থীর। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের উপজেলার কাকিনা ওবদার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈশলমারীরচর এলাকার মনোয়ার মাস্টারের ছেলে। সে কাকিনা উত্তরবাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মাস্টার্স পরীক্ষা উদ্দেশ্যে লালমনিরহাটের দিকে অটোরিকশায় যাচ্ছিল পাঁচ পরীক্ষার্থী। পথিমধ্যে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহেল রানা ঘটনাস্থলে মারা যান। এতে তিনজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) তাহির তাহু বলেন, আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আহতদের উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিজার কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply