আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কোটচাঁদপুর পৌর যুবলীগ থেকে বহিষ্কার ওমর ফারুক

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোটার ঝিনাইদহ
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর যুবলীগের ৮ নং ওয়ার্ড শাখার বড়বামনদাহ গ্রাম কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান প্রস্তাবিত কমিটির সভাপতি ওমর ফারুক কে এবং অত্ত ওয়ার্ড যুবলীগের সকল কর্মকান্ড থেকে অব্যহতি দেয়া হয় এবং প্রস্তাবিত কমিটি বিলুপ্ত ঘোষনা দেয়া হয়।
(৩০শে আগস্ট) রবিবার দুপুরে পৌর যুবলীগের কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান বুলবুল , সাধারণ সম্পাদক সোহেল আরমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ, সহসভাপতি আব্দুস সামাদ শিপলু, যুগ্ম সাধারণ সম্পাদক রামপ্রসাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
এ সময় কমিটির সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮শে (আগস্ট) মধ্যরাতে কোটচাঁদপুর পৌর বড়বামনদাহ গ্রামে নিজ বাড়ি থেকে ৩৭২ পিচ ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিলসহ যুবলীগ নেতা ওমর ফারুক কে আটক করে মডেল থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :