মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোটার ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল ।
সোমবার (৩১শে আগস্ট ) সকাল ১২টার দিকে উপজেলা প্রশাসন সম্মেলন চত্বরে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ২০ জন সুবিধাভোগির হাতে এ চেকগুলো তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আঃলীগের সভাপতি মোছাঃ শরিফুন্নেচ্ছা মিকি, মডেল থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম,উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আঃলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, পৌর ৪ নং ওয়ার্ড কমিশনার জাফর ইকবাল শান্তি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল ২০১৯-২০২০ অর্থ বছরের ঐচ্ছিক তহবিলের ১ম কিস্তির( ৬৭,০০০) সাতসোট্টি হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
Leave a Reply