চুয়াডাঙ্গা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত প্রণব মুখার্জি

Padma Sangbad

অনলাইন ডেস্ক।
পার্থ মুখোপাধ্যায়, কলকাতা
চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
সোমবার বিকেল পৌনে ছ’টা নাগাদ তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এ খবর জানিয়েছেন। প্রণব মুখার্জি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসের রোগী। ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি কোভিড-১৯ আক্রান্তও হয়েছেন। সেই অবস্থাতেই ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তার পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণববাবুকে। অস্ত্রোপচারের আগে, নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনিই। সেটাই ছিল প্রণব মুখার্জির শেষ টুইট।

আপডেট : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

প্রয়াত প্রণব মুখার্জি

আপডেট : ০৯:৫২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

অনলাইন ডেস্ক।
পার্থ মুখোপাধ্যায়, কলকাতা
চলে গেলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন স্বাধীনতা উত্তর সর্বভারতীয় রাজনীতির সফলতম বাঙালি এবং দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
সোমবার বিকেল পৌনে ছ’টা নাগাদ তার পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে এ খবর জানিয়েছেন। প্রণব মুখার্জি দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসের রোগী। ১০ আগস্ট হাসপাতালে ভর্তির পর ধরা পড়ে তিনি কোভিড-১৯ আক্রান্তও হয়েছেন। সেই অবস্থাতেই ওই দিন রাতে দীর্ঘ অস্ত্রোপচার হয়। তার পর থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল প্রণববাবুকে। অস্ত্রোপচারের আগে, নিজের করোনা সংক্রমিত হওয়ার খবর টুইট করে জানিয়েছিলেন তিনিই। সেটাই ছিল প্রণব মুখার্জির শেষ টুইট।