নববর্ষের আনন্দে মুখরিত বাংলা নব জ্যোৎস্নার আলোয়, নব বসন্তের হাওয়ায়, আজ পহেলা বৈশাখ ১৪৩১

নববর্ষের আনন্দে মুখরিত বাংলা
নব জ্যোৎস্নার আলোয়, নব বসন্তের হাওয়ায়,
আজ পহেলা বৈশাখ, ১৪৩১ বাংলা নববর্ষের প্রথম দিন।
এই শুভ দিনে, “সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলে মিলে নাচ-গান, শোভাযাত্রা, আনন্দ-উৎসব, বর্ণিল আয়োজন মানুষের মাঝে ছড়িয়ে দেয় আনন্দ ও সম্প্রীতির নতুন বার্তা
হলুদ শাড়ি, নতুন পঞ্জি,
ফুলের হার, মিষ্টির থালা,
সব মিলিয়ে এক অপূর্ব সাজ,
পহেলা বৈশাখের আনন্দে ভরে ওঠে বাড়ি-বাড়ি।
মঙ্গল শোভাযাত্রায় মুখরিত রাজধানী,
গ্রামে গ্রামে নানা আয়োজন,
গান, বাজনা, নাচের আবেশে,
মুখরিত হয়ে ওঠে সারা দেশ।
নতুন বছরের নতুন প্রত্যাশা,
সবার মনে নতুন স্বপ্ন,
আসুন মিলে শপথ নিই,
গড়ে তুলবো সোনার বাংলা।
সকলকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা,
শুভ হোক এই নতুন বছর,
সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি,
জয় বাংলা!
[মোঃ আব্দুর রহমান অনিক ]
সম্পাদক ও প্রকাশক
www.padmasangbad. com