পদ্মা সংবাদ ডেস্ক:
বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জড়িত দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য রবিউল আউয়াল হাসু জানান, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার পরপরই হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। একই সঙ্গে হত্যায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
Leave a Reply