পদ্মা সংবাদ ডেস্ক:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে নামাজ চলাকালে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ করছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে জানান, সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুছ সালাত জামে মসজিদে রাত পৌনে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে এসির বিস্ফোরণ ঘটে। তিনি জানান, এসময় মুসল্লীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় প্রায় ৪০ জনের শরীর দগ্ধ হয়। হুড়োহুড়ি করে বের হওয়া অনেকেই দগ্ধ ছিলেনইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন জানান, আটজনকে নারায়ণগঞ্জ থেকে আনা হয়েছে। তবে এ ঘটনায় আরো আহত আছে বলে আমরা জানতে পেরেছি। আটজনকেই চিকিৎসকরা দেখছেন। কিছুক্ষণ পর তাদের শারীরিক অবস্থা জানানো যাবে বলে জানান তিনি।
Leave a Reply