দৈনিক পদ্মা সংবাদ, অনলাইন ডেস্ক।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে সৈন্যদল পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে সম্প্রতি ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানো হয়েছে।
এর ফলে দুনিয়াজুড়ে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান আবারও নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
জাতিসংঘের কার্যক্রমে ৬ হাজার ৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে অবস্থান ইথিওপিয়ার।
অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা রুয়ান্ডার ৬ হাজার ৩২২ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।
এ তালিকায় চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে নেপাল, ভারত ও পাকিস্তান। নেপালের ৫ হাজার ৬৮২, ভারতের ৫ হাজার ৩৫৩ ও পাকিস্তানের ৪ হাজার ৪৪০ জন শান্তিরক্ষী নিযুক্ত রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে।
উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তিন দশকে পা রেখেছে বাংলাদেশ। ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ১৫ জন সদস্য জাতিসংঘের পতাকাতলে একত্র হন।
বাংলাদেশের আন্ত:বাহিনী জন সংযোগ অধিদফতরের তথ্যমতে, এ নিয়ে প্রায় ৪০টি দেশে ৫৪টি মিশনে বাংলাদেশের প্রায় দেড় লাখ সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছে।
Leave a Reply