আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফের শীর্ষস্থানে বাংলাদেশ

দৈনিক পদ্মা সংবাদ, অনলাইন ডেস্ক।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে সৈন্যদল পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে সম্প্রতি ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানো হয়েছে।
এর ফলে দুনিয়াজুড়ে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে শীর্ষস্থান আবারও নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
জাতিসংঘের কার্যক্রমে ৬ হাজার ৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে অবস্থান ইথিওপিয়ার।
অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা রুয়ান্ডার ৬ হাজার ৩২২ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।
এ তালিকায় চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে যথাক্রমে রয়েছে নেপাল, ভারত ও পাকিস্তান। নেপালের ৫ হাজার ৬৮২, ভারতের ৫ হাজার ৩৫৩ ও পাকিস্তানের ৪ হাজার ৪৪০ জন শান্তিরক্ষী নিযুক্ত রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে।
উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তিন দশকে পা রেখেছে বাংলাদেশ। ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ১৫ জন সদস্য জাতিসংঘের পতাকাতলে একত্র হন।
বাংলাদেশের আন্ত:বাহিনী জন সংযোগ অধিদফতরের তথ্যমতে, এ নিয়ে প্রায় ৪০টি দেশে ৫৪টি মিশনে বাংলাদেশের প্রায় দেড় লাখ সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :