
দেশব্যাপী ডাকা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে পুলিশের হামলা ও বাধার প্রতিবাদে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া বিক্ষোভ মিছিল নিয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করে কয়েক হাজার শিক্ষার্থী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে যায়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখা হয়েছিল শাহবাগ মোড়। সেখানে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনরতরা আগামীকাল শনিবার প্রতিনিধি বৈঠক করবেন এবং সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবেন বলে ঘোষণা করা হয়েছে।
শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সেখানে বসে পড়েন। এরপর শিক্ষার্থীরা কোটা বিরোধী নানা স্লোগান দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা গত ১ জুলাই থেকে ব্লকেড কর্মসূচি পালন করে আসছে। তিনদিন আধাবেলা ব্লকেডের পাশাপাশি গত বুধবার সর্বাত্মক অবরোধ কর্মসূচিও পালন করে তারা। বৃহস্পতিবার এ কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ‘বাধা ও হামলার সম্মুখীন হন শিক্ষার্থীরা। এর প্রতিবাদের শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com