
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে নাটকীয়ভাবে হেরে এবারের অলিম্পিক শুরু করে আর্জেন্টিনা ফুটবল দল। আসরে টিকে থাকতে আজ জয়ের বিকল্প ছিল না তাদের। এমন ম্যাচে ইরাককে হারিয়ে আসরে টিকে রইলো আলবেসেলিস্তারা।
আজ অলিম্পিক লিওঁর আঙিনা লিওঁ স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে তারা।
‘বি’ গ্রুপের এই ম্যাচের ১৪তম মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেসের বাড়ানো বলে ভলিতে গোলটি করেন মিডফিল্ডার আলমাদা। বিরতির আগে হেডে সমতা টানেন ইরাকের আইমেন হুসেইন।
দ্বিতীয়ার্ধে আর সেভাবে লড়াই জমাতে পারেনি ইরাক। ফরোয়ার্ড লুসিয়ানো এমিলিওর করা গোলে ৬২তম মিনিটে ফের এগিয়ে যায় অলিম্পিকে দুবারের সোনাজয়ীরা। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের মাশ্চেরানোর দল।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com