ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওষুধ ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিকের মৃত্যু হয়েছে। তিনি উমেদপুর ইউনিয়নের বাহির রয়েড়া গ্রামের আকিল উদ্দীন মল্লিকের ছেলে। এই নিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনায় আক্রন্ত ও করোনা উপসর্গ নিয়ে ৫৫ জনের মৃতদেহ দাফন করলেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ নিয়ে লতিফ মল্লিক হাসপাতালে ভর্তি হন। ১৭ আগষ্ট তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়লে তাকে ঝিনাইদহ কেভিড-১৯ হাসপাতালে ভর্তি করা হয়। শারিরীক অবস্থা অবনতি হলে ২৩ আগষ্ট তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লতিফ মল্লিক মৃত্যু বরণ করেন। ইফার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশনায় মঙ্গলবার সকালে শৈলকুপার পৌর গোরস্থানে ইসলামিক ফাউন্ডেশনের শৈলকূপা উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আব্দুল লতিফ মল্লিকের লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়।
Leave a Reply