বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দিল্লিতে নিজের বাসভবনেই উচ্চপর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালসহ অন্যরা।
দেশজুড়ে তুমুল বিক্ষোভের পর সোমবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সাথে ছিলেন তার বোন শেখ রেহানাসহ পরিবারের ঘনিষ্ঠরা। দেশ ছেড়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু তাকে সে সুযোগ দেয়া হয়নি।
বিকেল ৬টার দিকে ভারতের গাজিয়াবাদের হিন্ডন বিমানবন্দরে পৌঁছান হাসিনা। রাতে সেখানে তার সাথে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ওই সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।
সেখানে হাসিনা পরবর্তী কর্মসূচি এবং এবার কোথায় যাবেন? তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
হাসিনা যা বলেছেন তা মোদি ও এস জয়শঙ্করকে জানান অজিত দেভাল। তারপরই ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শুরু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো হিন্ডন বিমানবন্দরেই রয়েছেন হাসিনা। ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি, কিন্তু লন্ডন থেকে সিদ্ধান্ত জানানো হয়নি।
সূত্র : জি নিউজ
Leave a Reply