আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিস-নেতাকর্মীদের বাসায় হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খবরের পর বিক্ষুব্ধ জনতা রাজপথে আনন্দ মিছিল করে। একইসঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলার খবর পাওয়া গেছে।

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রী ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য শরিফ আহমেদ, ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বাসভবনে দূর্বৃত্তদের হামলা হয়। গাজী টায়ার কারখানায় হয় অগ্নিসংযোগ। এছাড়া, পূর্বাচল ক্লাবসহ বিভিন্ন আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।

নাটোরের কান্দিভিটায় বিক্ষুব্ধ জনতা সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে তৈরী করা বহুল আলোচিত ‘জান্নাতি প্যালেস’ ও তার ভাইয়ের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, জেলা আওয়ামী লীগের কার্যালয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য, আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-অ‌ফিস ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ও তার ভাইয়ের বাড়িতেও আগুন দেয়ার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা শহরের জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলমের বাড়িতেও দেয়া হয় আগুন। বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে সেখানে।

চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ সদস্য আলী আজগর টগর ও তার ভাই দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনছুর বাবু সহ দর্শনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের নেতা কর্মিদের বাড়িতেও আগুন জ্বালিয়ে দিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে।
কে‌ন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের পটুয়াখালীর বাসায় দুর্বৃত্তরা হামলা-ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ ঘটিয়েছে বলে জানা গেছে।

বরগুনায়-১ আসনের সাবেক সংসদ সদস্যের বাসা ভাঙচুর অগ্নিসংযোগ, বরগুনা-২ আসনের সংসদ সদস্যের বাসা ভাঙচুর আওয়ামী লীগ অফিসসহ ১৫ স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর।

সাতক্ষীরা সদর থানা ও মুক্তিযোদ্ধা কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে হয়েছে অগ্নিসংযোগ।

পটুয়াখালীতে আওয়ামী লীগের অ‌ফিসে আগুন দেয়া হয়েছে। নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে।

গাজীপুরের বিভিন্ন এলাকার আওয়ামী লীগের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

মেহেরপুরে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ি ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ হয়েছে।

নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও তার ভাইয়ের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

পঞ্চগড়ে ইউএনও’র বাসভবনে বাড়ি ভাঙচুর হয়েছে। এসিল্যান্ডের গাড়িতে দেয়া হয়েছে আগুন।

জামালপুরে মির্জা আজমের শহরের বাড়ি ও মাদারগঞ্জের বাড়ি ভাঙচুর হয়েছে, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :