আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইস্যুতে ভারতে সর্বদলীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক।।

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠকে বসেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ মঙ্গলবার সকালে এই বৈঠকে অংশ নেন ক্ষমতাসীন দলের অমিত শাহ ও বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধীর মতো শীর্ষস্থানীয় নেতারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল সোমবার জন আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের এই পরিস্থিতিতে নিয়েই জরুরি বৈঠকে বসে ভারত সরকার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর বাংলাদেশের পরিস্থিতি ও সংঘর্ষ নিয়ে ব্রিফ করেছেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ শিং ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজুও উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলে বিরোধী নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে।

জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ভারত।

ভারতশেখ হাসিনার পতন
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
সম্পর্কিত
Image not found
দেশে ফিরছে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া সেই আকাশযান
Image not found
বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদির জরুরি বৈঠক
Image not found
শেখ হাসিনার হেলিকপ্টার দিল্লিতে অবতরণ, যেতে পারেন লন্ডনে
Image not found
বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের যে পরামর্শ দিলো দিল্লি
দেশে ফিরছে শেখ হাসিনাকে নিয়ে যাওয়া সেই আকাশযান
আন্তর্জাতিক ডেস্ক

পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যাওয়া হেলিকপ্টার ভারত থেকে ঢাকা ফিরে আসছে। সি-১৩৯ জে মডেলের সেই এয়ারক্র্যাফটটি আজ মঙ্গলবার সকালে হিন্দন বিমান ঘাঁটি ত্যাগ করেছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর ওই আকাশযানে সাতজন সামরিক কর্মকর্তা আছেন। তারা বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নামে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে দিল্লি যান তিনি।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :