আজ ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চুয়াডাঙ্গার দর্শনাসহ ৫ থানায় বিজিবি মোতায়েন

চুয়াডাঙ্গায় পুলিশের কার্যক্রম স্বাভাবিক করনে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

দেশে বিরাজমান বর্তমান অস্থির ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে প্রয়োজনীয় নিরাপত্তা না থাকার অজুহাতে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও পুলিশী কার্যক্রম বন্ধ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ৯ আগষ্ট থেকে চুয়াডাঙ্গার ৫টি থানা ও সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে শনিবার ( ১০ আগষ্ট) দুপুরে দর্শনা থানা চত্বরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান উপস্থিত গনমাধ্যম কর্মীদের বলেন, দেশে পরিবর্তিত পরিস্থিতির কারণে আমাদের থানাগুলি বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়। সেকারনে দেশের অন্যান্য স্থানের মত এখানকার থানা গুলিরও স্বাভাবিক কার্যক্রম কিছুদিন বন্ধ ছিল।

এ কারণে আমরা এলাকার মানুষ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা সকলেই আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন। আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই পুলিশের সবধরনের কার্যক্রম স্বাভাবিক হবে। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা অচিরেই তাদের সব ধরনের সেবাদানের কার্যক্রম আগের মত শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র সহকারী পরিচালক মো.হায়দার আলীসহ বিজিবি ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :