ঝিনাইদহ জেলা সংবাদদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, খুলানার তেরখাদা উপজেলার লস্কারপুর গ্রামের মোঃ সাইদ শেখের ছেলে হাসিব মিয়া (৩০) ও তার স্ত্রী রওশন আরা বেগম (২৫), একই গ্রামের আবু তালেব মৃধার ছেলে জেসমিন বেগম (৩০), দাউদ শেখের মেয়ে শুকুরণ বেগম (৩২), মোকামপুর গ্রামের কিবরিয়া বিশ্বাসের মেয়ে মিনা বিবি (২৮)।মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় ৪ নারীসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বাড়ী খুলনার তেরখাদা উপজেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
Leave a Reply