মোঃ আব্দুর রহমান অনিক।।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান।
মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন,দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী সাজেদুল আলম, পৌর কর নির্ধারক সরোওয়ার হোসেন, রুহুল আমিন খাঁন, মোঃ আরিফিন হোসেন, হারুন অর রশীদ, মমিনুল ইসলাম, শাহ আলম, জাহিদুল ইসলাম সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দর্শনা পৌর শহরের সৌন্দর্য রক্ষার জন্য সবাইকে সমন্বয় করে কাজ করার অনুরোধ করেন । পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। যে কোনো প্রয়োজনে তার অব্যাহত সহযোগীতা দর্শনা পৌরবাসীর পাশে থাকবে । এর জন্য তিনি পৌরসভার কর্মকর্তা – কর্মচারী ও পৌরবাসীকে সহযোগিতার আহ্বান জানান।।
Leave a Reply