চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শনিবার প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করতে হবে। আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং সর্বনিম্ন ৫৬ টাকায় সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া বক্তারা চাকরির পরীক্ষাসমূহ নিজ নিজ বিভাগীয় শহরে গ্রহণ করার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও আহতদের জন্য সুস্থতা কামনা করেন।
তারা আরও বলেন, আন্দোলনে অংশ নেয়া প্রতিটি শিক্ষার্থীর যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী সুমন হোসেন, বেলাল হুসাইন, অপূর্ব বিশ্বাস, সঞ্জিত সরকার, হাসানুর জামান, ওলিয়ার রহমান, আজিজ আহমেদ, আবু সাঈদ, আলী আজগর, তারেক রহমান, হাসানুজ্জামান, মিজানুর রহমান, শামসুর রহমান, সাইফুল ইসলাম, দীপংকর পাল, কৃষ্ণ কুমার রায়, কাজল কুমার, ব্রজেন দাস এবং শিমুল মন্ডল। আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর সরকারি এমএম কলেজ এবং যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থীবৃন্দ।
Leave a Reply