শিরোনাম :
ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের যোগদান
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুনতাসিরুল ইসলাম। তিনি ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডার। তিনি কুমিল্লাা জেলার কৃতি সন্তান ও ডিএমপি (লজিস্টিকস) এর ডিসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। গতকাল তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার বুঝে নেন। নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জেলার সকল রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ সুধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেন। ইতোমধ্যেই তাকে জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ অনেক সংগঠন এবং গন্যমাণ্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বিদায়ী পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) কে বিদায় সংবর্ধণা দিয়েছেন ঝিনাইদহ জেলা পুলিশ। হাসানুজ্জামান (পিপিএম) কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন।।