প্রেমের টানে সাড়ে চার হাজার কিলোমিটার পারি দিয়ে সিরাজগঞ্জে প্রেমিক
প্রেমের টানে সাড়ে চার হাজার কিলোমিটার পারি দিয়ে সিরাজগঞ্জে প্রেমিক
এমটিনিউজ২৪ ডেস্ক : প্রেমের টানে ইউরোপের রাষ্ট্র তুরস্ক থেকে সাড়ে চার হাজার কিলোমিটার পারি দিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে এসেছেন মুস্তফা ফাইক।
পরে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের কাকিলামারি গ্রামের দলিল লেখক কামরুজ্জামান মানিকের মেয়ে মল্লিকাকে বিয়ে করলেন তিনি।
সোমবার (৪ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে মুস্তফা এবং মল্লিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর আগে রোববার বাংলাদেশে আসেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক।
মল্লিকার মা ও স্বজনেরা এমন বিয়ে মেনে নিয়ে তারাও আনন্দ প্রকাশ করেছেন। অপরদিকে এলাকাবাসী এ খবর পেয়ে ভিড় জমাচ্ছে মল্লিকার বাড়িতে। বিদেশি জামাই পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছেন সবাই।
জানা যায়, তিন বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে নিজের আইডিতে নিজের ছবি পোস্ট করেন মল্লিকা। সেই ছবি দেখে পছন্দ করে ফেলেন তুরস্কের যুবক মুস্তফা ফাইক। এরপর তাদের দুজনের মধ্যে কথা হয়। পরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের পরিণতি দিতে সাড়ে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন মুস্তফা ফাইক।
মুস্তফা ফাইক জানান, বাংলাদেশে এসেছেন প্রেমের টানেই এবং পরিবারের সম্মতিতেই বিয়ে করেছেন মল্লিকাকে। তাকে বিয়ে করতে পেরে তিনি আনন্দিত ও উৎফুল্ল। সেই সঙ্গে বাংলাদেশের মানুষ ও প্রকৃতি অনেক সুন্দর বলে জানান এই যুবক।
এদিকে মল্লিকা তিন বছরের সম্পর্ক বিয়েতে পরিণতি পাওয়ায় খুশিতে আত্মহারা তিনি। ভিসা প্রসেসিং শেষ হলেই পাড়ি জমাবেন তুরস্কে।
Leave a Reply