আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিজয়ী ভাষণে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী হননি। তবে ম্যাজিক ফিগার ২৭০ ভোট থেকে মাত্র তিনটি ভোট দূরে তিনি। তার প্রতিপক্ষ কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। তাই ট্রাম্পের জয়ের সম্ভানই প্রবল। এর মধ্যে ফ্লোরিডার মঞ্চে বিজয় ভাষণ দিয়েছেন তিনি।

ভাষণে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ‘আমি মার্কিন ভোটারদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের ভোটেই আমি ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। ’ ইলেকটোরাল ভোটের পাশাপাশি পপুলার ভোটেও তিনি জয়ী হবেন বলে ঘোষণা দিয়েছেন।

এ ছাড়া এক্স এর মালিক ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে ‘নতুন তারকা’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। ভাষণে তিনি একটি গল্প শোনান যে কীভাবে একবার স্পেসএক্স রকেটের একটি ভিডিও দেখার সময় একজন বিলিওনিয়ারকে ৪০ মিনিট ধরে হোল্ডে রেখে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :