আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ট্রাম্পের দলের অনেকের সঙ্গেও ড. ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করা ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেকের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ নবুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ট্রাম্পের জয়ে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উচ্চ শেখরে যাবে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান অনেক নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্পের টুইট প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন। আগে তাকে মিস ইনফর্ম করা হয়েছে। আমরা মনে করি ট্রাম্প এখন সঠিক চিত্র দেখবেন। সংখ্যালঘু নিয়ে ভুল ও অপতথ্য আছে।’

এদিকে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামে মুসলিম দোকানির ওপর ইসকনের হামলার বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘এ বিষয়ে সিএমপি কমিশনারকে জানানো হয়েছে। তার সঙ্গে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।’

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :