অনলাইন ডেস্ক : জন্মের একমাস আগেই ভারত ভাগ হয়েছিল। অবিভক্ত পাকিস্তানের অন্যতম নেতা পরে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের বড় কন্যা শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর। রবিবার ৭২ বছরে পৌঁছে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী শেখ হাসিনা।জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চিনের ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টি।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাঠানো বার্তায় মোদী বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দু-দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদী।ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সেই বার্তা পৌঁছে দেন। চিন থেকেও এসেছে শুভেচ্ছা। চিনের সরকারে থাকা কমিউনিস্ট পার্টিও বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে।সিপিসি আন্তর্জাতিক বিভাগের এই বার্তায় বলা হয়েছে, আগামী দিনে তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন চারবার। গত তিনটি জাতীয় নির্বাচনে টানা বিজয়ী হয়েছেন তিনি।।
Leave a Reply