মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে একই পরিবারের দু’জনের লাশ জানাযা শেষে দাফন করা হয়েছে। জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া(দালাল পাড়া) গ্রামের মৃত আফাজ উদ্দীনের পুত্র মোঃ তমিজউদ্দীন( আষাঢ়ু) বার্ধক্যজনিত কারণে সোমবার ( ১১ নভেম্বর) বেলা আড়াইটায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে একই পরিবারের মোঃ তছলিম উদ্দীনের পুত্র মোঃ আবু সাঈদ(৩৮) ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন।ওই দিন পরিবারের চাচাতো ভাই তমিজ উদ্দীন (আষাঢ়ু) এর মৃত্যুর খবর শুনে সাঈদ ভেঙ্গে পড়ে। তার অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত আটোয়ারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকাল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষনা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ( ১২ নভেম্বর) বেলা ১১ টায় কিসমত রসেয়া ( দালাল পাড়া) জামে মসজিদ সংলগ্ন মাঠে দু’টি লাশের পৃথক পৃথকভাবে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কিসমত রসেয়া (দালাল পাড়া)পারিবারিক কবরস্থানে একই সাথে পৃথক পৃথকভাবে দাফন কার্য সম্পন্ন করা হয়। মরহুম তমিজ উদ্দীন মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান এবং অবিবাহিত আবু সাঈদ মৃত্যুকালে বাবা-মা, তিন ভাই, দুই বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। একই দিনে একই পরিবারে দু’টি লাশ দেখে অনেকেই শোকাহত হয়েছেন।।
Leave a Reply