আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নতুন দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ

অন্তর্বতীকালীন সরকারে নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন এক আইনজীবী। মঙ্গলবার (১২ নভেম্বর) অন্তর্বতী সরকারের তিন উপদেষ্টাকে এ নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী সফিকুল ইসলাম।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করার দাবি জানানো হয়েছে নোটিশে। অন্যথায় ওই আইনজীবী নিজেকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। আমরা চাই তাদের পদত্যাগের মধ্য দিয়ে অন্তর্বতীকালীন সরকার কলঙ্কমুক্ত ও বিতর্কমুক্ত হোক। সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :