প্রেমের টানে ভারত থেকে প্রায় দেড় মাস আগে চাঁপাইনবাবগঞ্জে এসেছেন মোসা. শাবনুর খাতুন (১৭) নামে এক কিশোরী। গত রবিবার ফেসবুকে এ ঘটনার কথা জানাজানি হয়।
শাবনুর খাতুনের বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার মান্দাপাড়া এলাকায়। প্রেমিক মাসুদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া এলাকায়। তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ফাঁকি দিয়ে দেড় মাস আগে বাংলাদেশে এসে মাসুদকে বিয়ে করে সংসার করছেন। শাবনুর এর আগেও ভারতে বিয়ে করেছিলেন। তার ভারতীয় স্বামীর নাম ইসমাইল হক।
এলাকাবাসী জানান, ৮ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে মাসুদ রাজমিস্ত্রীর কাজ করতে অবৈধভাবে ভারতে যান। সেখানে শাবনূরের শ্বশুরবাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাদের সহযোগিতায় ভারতে চলাফেরার জন্য বানিয়েছিলেন অবৈধ আধার কার্ড। একপর্যায়ে শাবনূরের সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তুলেন মাসুদ। বিষয়টি শাবনুরের স্বামী ইসমাইল জানতে পেরে মাসুদকে বাড়ি থেকে বের করে দেন। এরপর দিনাজপুর সীমান্ত পার হয়ে শাবনূরকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসেন মাসুদ। বাংলাদেশে এসে নাম পরিবর্তন করে বিয়েও করেন তারা।
জানা গেছে, শাবনূরের ভারতীয় স্বামী ইসমাইল হক স্ত্রীকে ফিরে পেতে ভারতে জিডি করেছেন। তার দাবি, প্রলোভন দেখিয়ে তার স্ত্রীকে বাংলাদেশে এনেছেন মাসুদ। আটকে রেখে নির্যাতন করছেন তার স্ত্রীকে। এমনকি শাবনূর ভারতে ফিরে আসতে চাইলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।
এ ঘটনায় মাসুদ রানা ও শাবনূরের বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করলে তারা কোনো কথা বলতে রাজি হননি। এমনকি মাসুদের স্বজনরাও কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. নাসিম বলেন, ‘তারা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।’
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘অবৈধভাবে ভারতের কোনো নাগরিকের থাকার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply