আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্টেডিয়ামে ঢুকে পড়ল গাড়ি, নিহত ৩৫

চীনের একটি স্টেডিয়ামে ভিড়ের মধ্যে গাড়ি ধাক্কায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন।গতকাল সোমবার দেশটির জুহাই প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাড়িচালক ৬২ বছর বয়সী ফ্যানকে আটক করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার সময় তাকে ধরে ফেলা হয়। পুলিশ এই ঘটনাকে খুবই ভয়ংকর হামলা বলে অভিহিত করেছে।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক বয়স্ক ব্যক্তি ও শিশু ছিল। সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। তারপরও দুর্ঘটনা থামানো যায়নি।

পুলিশ জানিয়েছে, বিবাহ বিচ্ছেদের কারণে হতাশা থেকে এই আক্রমণ করে থাকতে পারেন ফ্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :