আজ ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

দৈনিক পদ্মা সংবাদ ।।
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে রাকিবুল ইসলাম রাকিব (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকালে রাকিব উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের উত্তর হাতিবান্ধা গ্রামে জলির ব্রীজের নীচে জলাশয়ে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হলে স্থানীয়রা খোঁজাখুজি করে সন্ধ্যার দিকে তার লাশ উদ্ধার করে। নিহত রাকিব ওই গ্রামের আঃ ছালামের ছেলে ও টেক্সটাইল ডিপ্লোমার শিক্ষার্থী। স্থানীয়রা জানান, রাকিব তার চার বন্ধুসহ ওই জলাশয়ে সাঁতার কাটছিলেন। এক সময় পানির ¯ স্রোতে তারা ভেসে যায়। স্থানীয়রা এ সময় পানিতে বাঁশ ফেলে দিলে সে বাঁশ ধরে চারজন বেঁচে গেলেও রাকিব বাঁশ ধরতে না পারায় পানিতে ডুবে যায়। খোঁজাখুজি করে সন্ধ্যার দিকে রাকিবের লাশ উদ্ধার করে তারা। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :