আজ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় ২ জন খুন

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই তরুণ খুন হয়েছেন; যাদেরকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।জেলার আশুগঞ্জ থানার ওসি জাবেদ মাহমুদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার লালপুর ইউনিয়নের লামাবায়ের গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে ইশান মিয়া (২০) ও সিরাজ মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।
নিহত ইশানের চাচা মো. আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, তার এক ভাই বিদেশ থেকে আলী আজম নামে এক ব্যক্তির কাছে টাকা পাঠান। কিন্তু আজম সে টাকা দিতে গড়িমশি করেন।
“মঙ্গলবার বিকেলে টাকা চাইতে গেলে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।”
তবে পুলিশ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।
ওসি জাবেদ বলেন, “হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :