দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
খুলনার খালিশপুর প্লাটিনাম জুবিলী জুটমিলের স্কুলছাত্র মফিজুল ইসলাম বাপ্পিকে (১৬) পিটিয়ে হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরো ৫ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সকল আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।বুধবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্লাটিনাম জুবিলি জুট মিল এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. রকি। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. নজরুল ইসলাম, নিছার ওরফে আনছার আলীর ছেলে মো. মিলন, মোমরেজ ইসলামের ছেলে রবিউল ইসলাম, আজিজুর রহমান হাওলাদারের ছেলে মুজিব হাওলাদার এবং আবু সাঈদের ছেলে মো. আল-আমিন।তবে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার আনসার আলীর ছেলে ইব্রাহিম ওরফে বাহাদুর এবং মৃত শামসুল হকের পুত্র হাসান খালাস পেয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় প্লাটিনাম স্কুল মাঠে স্কুলছাত্র বাপ্পি ও তার বন্ধু রাজু একসাথে বসে গল্প করছিলো। ওই সময় পূর্বশত্রুতার জের ধরে হকিস্টিক ও লোহার রড নিয়ে বন্ধু রাজুকে মারতে আসে আসামিরা। তখন বাপ্পি বন্ধু রাজুকে বাঁচানোর জন্য ঠেকাতে আসলে আসামিরা বাপ্পির মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে। বাপ্পি মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগে বন্ধু রাজু পালিয়ে যায়। এরপর আসামিরা তাকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পরদিন নিহতের বড় ভাই হাফিজুর রহমান খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।।
Leave a Reply