নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে অপরাধমুক্ত করার লক্ষ্যে জঙ্গী সংক্রান্ত কার্যক্রম, সন্ত্রাস, হত্যা, ডাকাতী, ছিনতাই, অপহরণ, খুন, গুম, মাদক ও চরমপন্থীদের অপতৎপরতা রোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৪:৪৫ ঘটিকার সময় চুয়ডাঙ্গা জেলার সদর থানাধীন কুতুবপুর বাজারস্থ কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীত দিকে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ সুলতান আলী মন্ডল সুলতান হোসেন (৫৭), পিতা- মৃত ফকির মন্ডল ফকির চাদ কালো ফকির, সাং- কুতুবপুর দক্ষিণপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০১ টি সচল ওয়ান শুটার গান এবং ০১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি ও চাদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য যে,ধৃত আসামি ১৯৯৫ সালে আলমডাংগা থানার একটি অস্ত্র মামলায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করেছে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করত ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
Leave a Reply