দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
বগুড়ার শাজাহানপুরে কিস্তির চাপ সহ্য করতে না পেরে বেলাল হোসেন (২৮) নামে এক রডমিস্ত্রির আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ছয়টি এনজিও সংস্থার ১১ জন কর্মকর্তার নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বেলাল হোসেনের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সাজেদা ফাউন্ডেশন মাঝিড়া শাখার ম্যানেজার মনিরুজ্জামান, মাঠকর্মী মাজেদুল ইসলাম, রিয়েল সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড দুবলাগাড়ীর ম্যানেজার ফরহাদ হোসেন, মাঠকর্মী জেসমিন আকতার, সোসাইটি ফর সোস্যাল সার্ভিস নয়মাইল শাখার ম্যানেজার আমিরুল হাসান, মাঠকর্মী মুঞ্জুরুল ইসলাম, বাংলাদেশ এক্রটেনশন এডুকেশন সার্ভিসেস মাঝিড়া শাখার ম্যানেজার সাইদুর রহমান, মাঠকর্মী লাকী, সোসিও ইকোনোমিক ব্যাকিং এসোসিয়েশন মাঝিড়া শাখার ম্যানেজার হেলালা উদ্দিন, টিএমএসএস মাঝিড়া শাখার ম্যানেজার আব্দুল মান্নান, মাঠকর্মী নাহার। জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আইনজীবী রাশেদুর রহমান মরিস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলার চোপীনগর ডাক্তারপাড়ার লুৎফর রহমানের ছেলে বেলাল হোসেন (২৮) নিজ বাড়িতে প্রথমে কিটনাশক পান করেন। একই সাথে রড কাটার ইলেকট্রিক মেশিন দিয়ে গলা কেটে ফেলেন। গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।বিভিন্ন এনজিও সংস্থার অতিরিক্ত কিস্তির চাপ সইতে না পেরে বেলাল হোসেন আত্মহত্যা করেছেন বলে জানান তার স্ত্রী হাছিনা খাতুন।।
Leave a Reply