মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার।।
বৃহস্পতিবার (১লা অক্টোবর) দুপুরে পৌর এলাকার শ্যামপুর গ্রামে এঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের হাসমত মন্ডলের ছেলে ও উপজেলার সারুটিয়া ইউনিয়নের শাহবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সুত্রে জানা যায়, রাতে ভাইবোনের সাথে পাশের রুমে ঘুমিয়ে ছিল শিক্ষার্থী ইলিয়াস। বুধবার দিবাগত রাত ৪টার দিকে সাপের কাঁমড়ে চিৎকার করে ওঠে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় দুই ওঝা ও এক হুজুরের নিকট নিয়ে গেলে পরদিন দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে গত দুই মাসে উপজেলায় ১৩ জনের মৃত্যু হলো।।
Leave a Reply