অনলাইন ডেস্ক।।
বরিশালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর পশ্চিম কাউনিয়ায় সরোয়ারের বাসভবন মজিদুনেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ির অনুসারীরা বিদ্যালয়ের বারান্দায় পাল্টাপাল্টি শ্লোগান দেয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়।পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এ বিষয়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি জানান, সরোয়ার ভাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জুনিয়র কর্মীদের মধ্যে ঝামেলা হয়েছে। এক গ্রুপকে ধাক্কা দিয়ে অপর গ্রুপ সংবর্ধনা অনুষ্ঠানে ঢোকার চেষ্টা করলে এই ঘটনা ঘটে। মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, বড় দলের বিশাল কর্মী বাহিনীর মধ্যে কিছুটা মনোমালিন্য হতেই পারে।গতকাল বৃহস্পতিবার রাতে এরকম কিছু হওয়ার পর তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাদের বিবাদ মিটিয়ে দেয়া হয়েছে।
Leave a Reply