আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

oplus_34

আটোয়ারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। বিজ্ঞান মনস্ক ভবিষ্যত প্রজন্ম তৈরীর লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি  মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা। এবারের কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার মোট ৫৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে।  মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড , বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা  এবং পুরস্কার বিতরণের মাধ্যমে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদযাপনের কর্মসুচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়। জানাগেছে, আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ আগামী ২৩ জানুয়ারি উদ্বোধন হয়ে ২৪ জানুয়ারি সমাপ্ত হবে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :