চুয়াডাঙ্গা ০১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদায় ফসলি জমি রক্ষায় মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad

দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বোরিং মাঠে ফসলি জমির মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে উত্তোলনের সময় মাটি ব্যবসায়ী আলফাজ কে হাতেনাতে আটক করা হয়েছে।

গত সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তাকে দর্শনা থানা পুলিশের সহায়তায় আটক করে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন। এসময় জব্দ করা হয় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন। অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে অভিযুক্ত কে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ (সংশোধিত) ৭এর (ক) ধরায় অভিযুক্ত কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ১২:৪৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

দামুড়হুদায় ফসলি জমি রক্ষায় মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১২:৪৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বোরিং মাঠে ফসলি জমির মাটি বাণিজ্যিক উদ্দেশ্যে উত্তোলনের সময় মাটি ব্যবসায়ী আলফাজ কে হাতেনাতে আটক করা হয়েছে।

গত সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তাকে দর্শনা থানা পুলিশের সহায়তায় আটক করে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করেন। এসময় জব্দ করা হয় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন। অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে অভিযুক্ত কে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ (সংশোধিত) ৭এর (ক) ধরায় অভিযুক্ত কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।