আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে তার জায়গা নেই’

দেশের পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। তিনি বলেন, দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। নির্বাচিত সরকার ছাড়া এ দেশের অবস্থার উন্নতি হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের মুনিরা বাসভবনে এক মতবিনিময়সভায় তিনি এমন মন্তব্য করেন। চাঁদপুরে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিমের কার্যক্রমের অংশ হিসেবে দলকে সুসংগঠিত করতে জেলা বিএনপির ১৫টি ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বরকতউল্লাহ বুলু বলেন, ‘তারেক রহমানের ৩১ দফার বাইরে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। কেউ দখলদারিত্ব ও চাঁদাবাজি করলে বিএনপিতে তার জায়গা নেই।’

সভায় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিমের পরিচালনা করেন।

এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, জেলা বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :