চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ (০৩-১০-২০)জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি।
কর্মশালায় বক্তারা বলেন, চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় এক লাখ ৩৮ হাজার ৬৪৯ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।
Leave a Reply