আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ স্কাউটস দামুড়হুদা উপজেলার দশম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

মোঃ আব্দুর রহমান অনিক।।
বাংলাদেশ স্কাউটস দামুড়হুদা উপজেলা শাখার দশম ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি আয়োজন করে দামুড়হুদা উপজেলা স্কাউটস শাখা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এস. এম. বজলুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু হাসানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহলকে সভাপতি মনোনীত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সম্পাদক মোঃ জিয়াব উদ্দিন স্কাউটস শিক্ষক, বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ, কমিশনার হিসাবে সুপর্ণা দাস সহকারী শিক্ষক, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কমিটিতে আরও ১২ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এই কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

এসময় , প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল বলেন,”স্কাউটস শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব এবং মানবিক গুণাবলির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস কার্যক্রম অপরিহার্য। তিনি স্কাউটস কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন এবং নতুন কমিটিকে সাফল্য কামনা করে তাদের ভবিষ্যৎ কার্যক্রমে উৎসাহ প্রদান করেন।

এছাড়া দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এস. এম. বজলুর রশিদ তার বক্তব্যে বলেন, স্কাউটস কার্যক্রম ছাত্র-ছাত্রীদের মানসিক, শারীরিক এবং নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি স্কাউটিং কার্যক্রমকে আরও সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বারোপ করেন।


উক্ত কাউন্সিল সভায় স্কাউটস কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। এছাড়া, স্কাউটস সদস্যদের কার্যক্রম বৃদ্ধিতে বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :