মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত কিসমত রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি পুনঃ বহাল করা হয়েছে। জানাগেছে, দ্রুতযান এক্সপ্রেস ট্রেন কিসমত রেলওয়ে স্টেশনে ১৯ জানুয়ারি থেকে যাত্রা বিরতি বাতিলের সিদ্ধান্ত নেন রেলওয়ে কতর্ৃপক্ষ। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ও শিক্ষাথর্ীরা সহ এলাকার সব শ্রেণির লোকজন দ্রুতযান এক্সপ্রেস ট্রেন কিসমত রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি বাতিলের প্রতিবাদে ১৮ জানুয়ারি সকালে প্রায় দুই ঘন্টাব্যাপি রেলপথ অবরোধ কর্মসুচি পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ও আশ্বাসে অবরোধ কর্মসুচি প্রত্যাহার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর পরামর্শে অবরোধকারীরা ওই দিনেই জেলা প্রশাসক বরাবরে একটি গণ স্বাক্ষরিত আবেদন জমা দেন। জেলা প্রশাসক মোঃ সাবেত আলী আবেদনের প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় কিসমত রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি পুনঃ বহালের সিদ্ধান্ত নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এব্যাপারে কিসমত রেলওয়ে স্টেশন মাস্টার নারায়ন চন্দ্র বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশে দ্রুতযান এক্সেপ্রেস ট্রেনটি কিসমত স্টেশনে যাত্রা বিরতি বাতিল করা হয়েছিল। বাতিল আদেশ কার্যকর হওয়ায় গত ১৯ জানুয়ারি এ স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দেন নি। পরে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চলের(আরবিআর) জিএম এর কন্ট্রোল অর্ডার নং- ১০১৩,তারিখ: ১৯/০১/২০২৫ইং ট্রেন নং-৭৫৮/ ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের কিসমত স্টেশনে ২ মি: যাত্রা বিরতি দেয়া হলো। যা পরবতর্ী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে। এ নির্দেশনা পেয়ে আবারো ২০ জানুয়ারি থেকে পুর্বের ন্যায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কিসমত স্টেশনে নিয়মিত যাত্রা বিরতি দিচ্ছে। অবরোধকারীরা জানান, আটোয়ারী ও বোদা দুই উপজেলার একমাত্র রেলওয়ে স্টেশন কিসমত। দ্রুতযান এক্সপ্রেস টেনের যাত্রা বিরতি পুনঃ বহাল না হলে দুই উপজেলার হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়তো । অবরোধকারীরা বলেন, আমরা যাত্রা বিরতি বাতিলের প্রতিবাদে যৌক্তিক আন্দোলন করেছি। আমরা সফল হয়েছি । জেলা প্রশাসকের প্রচেষ্টায় এ স্টেশনে ট্রেনটির যাত্রা বিরতি ফিরে পেয়েছি। দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কিসমত রেল স্টেশনে যাত্রা বিরতি পুনঃ বহাল রাখতে যারা অবদান রেখেছেন তাদের প্রতি আটোয়ারী ও বোদা উপজেলাবাসী কৃতজ্ঞ।
Leave a Reply