তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে ইউনিয়ন নেতৃত্বে: আওয়ামী সরকারের দোসর সৌমিক হাসান রূপমকে পুনর্বাসনের অপচেষ্টা!

Padma Sangbad

কেরুতে রাজনৈতিক খেলা: শ্রমিকদের দিয়ে বিক্ষোভ, উৎপাদন বিপর্যস্ত!

মিহির চৌধুরী।।

আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দীর্ঘ ৯ বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ও সৌমিক হাসান রূপম। সৌমিক হাসান রূপম একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে ইউনিয়ন নেতৃত্বে। বর্তমান কোন এক রাজনৈতিক দলের প্রভাব কাজে লাগিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি নীতিমালা ও চাকরির শৃঙ্খলা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে। তার এ ধরনের উত্থান নিয়ে সংশ্লিষ্ট মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। দর্শনায় রূপমের বদলির প্রতিবাদে বিক্ষোভ, উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

দর্শনায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ শ্রমিক ও দর্শনার সচেতন নাগরিকরা বলছেন,
কেরুতে স্বার্থের রাজনীতি চলছে, বদলির প্রতিবাদে শ্রমিকদের তাণ্ডব, ব্যক্তিস্বার্থ রক্ষায় শ্রমিকদের ব্যবহার করা হয়েছে ।

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর তৃতীয় শ্রেণীর কর্মচারী ও আসন্ন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ হাসিনার আওয়ামী সরকারের দোসর সৌমিক হাসান রূপমকে পঞ্চগড় সুগার মিলের জেষ্ঠ্য করনিক পদে বদলি করায় তার বিক্ষুব্ধ সমর্থকরা বদলি আদেশ প্রত্যাহারর দাবীতে চিনিকল এলাকায় বিক্ষোভ করে আখ মাড়াই বন্ধ করে দেয়। বৃস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেরুজ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছিলো।


উত্তজিত কিছু শ্রমিক কেরুজ প্রধান গেটের সামনে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভরত শ্রমিক ও কর্মচারীদের সামনে পড়া কর্মকর্তা জয়নুল আবদিন ও নুরুল হাসানকে মারপিট করে তারা।


পুলিশ ও কেরুজ কর্মকর্তারা জানান, কেরু এ্যান্ড কোম্পানীর পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজ ইনচার্জ ও আসন্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় সুগার মিলের জেষ্ঠ্য করনিক পদে বদলির খবর দুপুরে দিকে ছড়িয়ে পড়ে। এতে তার সমর্থক শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করতে করতে দুপুর ২টার টার সময় চলমান আখ মাড়াই কারখানা, বয়লার ও চিনি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। পরে কেরুজ প্রধান ফটকের সামনে শ্রমিকরা বেশ কয়কটি টায়ারে আগুন ধরিয়ে ভীতিকর পরিবেশ তৈরী করে বিক্ষোভ করতে থাকে। কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি এবং আওয়ামী সরকারের দোসর ফিরোজ আহ ম্মদ, তৈয়ব আলী, জয়নুল আবদীন নফরসহ অন্যানরা কেরুজ ব্যবস্হাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে কেরুজ গেস্ট হাউজে বৈঠক হলেও বদলি আদেশের ব্যবহারে কোন সুরাহা হয়নি।

কারখানা (জিএম) সুমন কুমার সাহা জানান, চলমান মাড়াই প্রক্রিয়া দ্রুত সময়র মধ্য চালু করা না হল ৫০ লাখ টাকার আখের রস নষ্ট হয়ে যাবে। কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ওই কর্মচারীর নামে শিল্প মন্ত্রণালয়ে বেশ কয়কটি অভিযাগ গেছে। যার ফলে মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চীপ পারসোর্নেল হামিদুল হক স্বাক্ষরিত বদলির আদশের পত্র বৃহস্পতিবার পৌঁছুলে তার সমর্থিত শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। তিনি আরও বলন, পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসানের বদলির আদেশ স্থগিত করার অনুরোধ জানিয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব বরাবর একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে। এর কোন জবাব আসেনি বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা জেলার এক বিশিষ্ট সাংবাদিকের নিউজের তথ্যের ভিত্তিতে এ রিপার্ট লেখা পর্যন্ত কর্মচারী সৌমিক হাসানের অনুসারী শ্রমিকরা ভীতি প্রদর্শন করে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে রেখেছে। এদিকে মাড়াই বন্ধ থাকায় শতাধিক চাষী পাওয়ার ট্রিলার ও কোম্পানীর নিজস্ব পরিবহনে আনা আখ নিয়ে কর্মচারীরা দুপুর থেকে দূর্ভোগ পাহাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Update Time : ১১:৩০:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে ইউনিয়ন নেতৃত্বে: আওয়ামী সরকারের দোসর সৌমিক হাসান রূপমকে পুনর্বাসনের অপচেষ্টা!

Update Time : ১১:৩০:২২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

কেরুতে রাজনৈতিক খেলা: শ্রমিকদের দিয়ে বিক্ষোভ, উৎপাদন বিপর্যস্ত!

মিহির চৌধুরী।।

আওয়ামী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দীর্ঘ ৯ বারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ও সৌমিক হাসান রূপম। সৌমিক হাসান রূপম একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে ইউনিয়ন নেতৃত্বে। বর্তমান কোন এক রাজনৈতিক দলের প্রভাব কাজে লাগিয়ে তিনি রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি নীতিমালা ও চাকরির শৃঙ্খলা লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়েছে। তার এ ধরনের উত্থান নিয়ে সংশ্লিষ্ট মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। দর্শনায় রূপমের বদলির প্রতিবাদে বিক্ষোভ, উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

দর্শনায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাধারণ শ্রমিক ও দর্শনার সচেতন নাগরিকরা বলছেন,
কেরুতে স্বার্থের রাজনীতি চলছে, বদলির প্রতিবাদে শ্রমিকদের তাণ্ডব, ব্যক্তিস্বার্থ রক্ষায় শ্রমিকদের ব্যবহার করা হয়েছে ।

দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর তৃতীয় শ্রেণীর কর্মচারী ও আসন্ন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী শেখ হাসিনার আওয়ামী সরকারের দোসর সৌমিক হাসান রূপমকে পঞ্চগড় সুগার মিলের জেষ্ঠ্য করনিক পদে বদলি করায় তার বিক্ষুব্ধ সমর্থকরা বদলি আদেশ প্রত্যাহারর দাবীতে চিনিকল এলাকায় বিক্ষোভ করে আখ মাড়াই বন্ধ করে দেয়। বৃস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেরুজ এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছিলো।


উত্তজিত কিছু শ্রমিক কেরুজ প্রধান গেটের সামনে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভরত শ্রমিক ও কর্মচারীদের সামনে পড়া কর্মকর্তা জয়নুল আবদিন ও নুরুল হাসানকে মারপিট করে তারা।


পুলিশ ও কেরুজ কর্মকর্তারা জানান, কেরু এ্যান্ড কোম্পানীর পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজ ইনচার্জ ও আসন্ন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রুপমকে পঞ্চগড় সুগার মিলের জেষ্ঠ্য করনিক পদে বদলির খবর দুপুরে দিকে ছড়িয়ে পড়ে। এতে তার সমর্থক শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ করতে করতে দুপুর ২টার টার সময় চলমান আখ মাড়াই কারখানা, বয়লার ও চিনি উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। পরে কেরুজ প্রধান ফটকের সামনে শ্রমিকরা বেশ কয়কটি টায়ারে আগুন ধরিয়ে ভীতিকর পরিবেশ তৈরী করে বিক্ষোভ করতে থাকে। কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি এবং আওয়ামী সরকারের দোসর ফিরোজ আহ ম্মদ, তৈয়ব আলী, জয়নুল আবদীন নফরসহ অন্যানরা কেরুজ ব্যবস্হাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে কেরুজ গেস্ট হাউজে বৈঠক হলেও বদলি আদেশের ব্যবহারে কোন সুরাহা হয়নি।

কারখানা (জিএম) সুমন কুমার সাহা জানান, চলমান মাড়াই প্রক্রিয়া দ্রুত সময়র মধ্য চালু করা না হল ৫০ লাখ টাকার আখের রস নষ্ট হয়ে যাবে। কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, ওই কর্মচারীর নামে শিল্প মন্ত্রণালয়ে বেশ কয়কটি অভিযাগ গেছে। যার ফলে মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চীপ পারসোর্নেল হামিদুল হক স্বাক্ষরিত বদলির আদশের পত্র বৃহস্পতিবার পৌঁছুলে তার সমর্থিত শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে। তিনি আরও বলন, পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসানের বদলির আদেশ স্থগিত করার অনুরোধ জানিয়ে কর্পোরেশনের চেয়ারম্যান ও শিল্প সচিব বরাবর একটি লিখিত আবেদন পাঠানো হয়েছে। এর কোন জবাব আসেনি বলে তিনি জানান।

চুয়াডাঙ্গা জেলার এক বিশিষ্ট সাংবাদিকের নিউজের তথ্যের ভিত্তিতে এ রিপার্ট লেখা পর্যন্ত কর্মচারী সৌমিক হাসানের অনুসারী শ্রমিকরা ভীতি প্রদর্শন করে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে রেখেছে। এদিকে মাড়াই বন্ধ থাকায় শতাধিক চাষী পাওয়ার ট্রিলার ও কোম্পানীর নিজস্ব পরিবহনে আনা আখ নিয়ে কর্মচারীরা দুপুর থেকে দূর্ভোগ পাহাচ্ছে।