আরিফুজ্জামান আরিফ ।।বেনাপোলে টিউবওয়েলের পানি জমে যাওয়া গর্তের পানিতে ডুবে নয়ন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নয়ন বেনাপোল পৌরসভার কাগজপুকুরের বাবলুর রহমান (বাবুর) ছেলে।
বুধবার (৭ ই অক্টোবর) দুপুর ১ টার সময় এক কিশোর টিউবওয়েলে হাত পা ধুতে গিয়ে টিউবওয়েলের পানির গর্তে শিশু নয়নকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে মানুষকে ডাকতে থাকে।এসময় এলাকাবাসি এগিয়ে এসে শিশু নয়নকে পানি থেকে উদ্ধার করে।
স্থানীয়রা নয়নকে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com