আজ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা থেকে বাঁচলেও চোটে নাকাল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক।।
ইউরোপের বড় লিগগুলো শুরুর আগেই মাঠে ফিরেছিল নতুন মৌসুমের আন্তর্জাতিক ফুটবল। এরপর একে একে প্রায় সব লিগই শুরু হয়। দুই সপ্তাহ চলার পর ফের আন্তর্জাতিক ম্যাচ ফিরছে। ফলে প্রথমবারের মতো বিরতিতে গিয়েছে ইউরোপের সেরা লিগগুলো। গতপরশু রাতেই মাঠে নেমেছে ইউরোপিয়ান জায়ান্টরা। চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। এ দফা শেষ হওয়ার পর ফের ১১ নভেম্বর ফিরবে আন্তর্জাতিক ফুটবল। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রতিটি লিগের সূচি উলটপালট। উলটপালট আন্তর্জাতিক ম্যাচের সূচিও। দেরিতে হলেও ফিরেছে সব ধরণের ফুটবল। কিন্তু তাতেও চলছে করোনাভাইরাসের হানা। এরমধ্যেই অনেক খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ হয়ে কোয়ারেন্টিনে আছেন। ইউক্রেন তো মাঠে নামানোর মতো খেলোয়াড়ই খুঁজে পায়নি। প্রীতি ম্যাচে রাত ১টায় বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের। করোনা আক্রান্ত খেলোয়াড় আছে ফ্রান্স দলেও। সব মিলিয়ে রিপোর্টটি লেখা পর্যন্ত ম্যাচটি না হবার সম্ভাবনাই ছিল প্রবল।
এদিকে, আজ উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাই পর্বে মাঠে নামবে ইউরোপের দলগুলো। পাশাপাশি চলবে প্রীতি ম্যাচও। আগামীকাল থেকে কনমেবোল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরু হবে। প্রথম দিনেই ইকুয়েডরের মুখোমুখি হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা। একই দিনে কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বও শুরু হবে। আর শনিবার থেকে শুরু হবে উয়েফা নেশন্স লিগের ম্যাচ।
তবে সেদিক দিয়ে ভাগ্য ভালো আর্জেন্টিনার। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামার আগে সুখবর পেয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। দলের কোচিং স্টাফ থেকে খেলোয়াড়দের সবাই কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ। সবার স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত করেই শুক্রবার ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তবে জাতীয় দলের স্কোয়াডে থাকতে সবার দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিলেন বোকা জুনিয়র্স উইঙ্গার এদুয়ার্দো সালভিও। করোনা পরীক্ষায় তাঁকে যে নেগেটিভ-পজিটিভের গ্যাঁড়াকলে পড়তে হয়েছিল।
গত আগস্টে করোনা পজিটিভ হন সালভিও। বোকা জুনিয়র্সে তখন করোনা মহামারি চলছে। ক্লাবটির ১৮ ফুটবলার আক্রান্ত হয়েছিলেন করোনায়। তখন সুস্থ হয়ে ওঠার পর আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পান তিনি। জাতীয় দলে আসার পর আরও কয়েক দফা কোভিড-১৯ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে সালভিওকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানায়, কাল জাতীয় দলে তার করোনা পরীক্ষা করা হয়। এতে সিআরপি পরীক্ষায় নেগেটিভ হলেও রক্তসংক্রান্ত (সেরোলজিক্যাল) পরীক্ষায় পজিটিভ হন সালভিও। এরপর আরেক দফা পরীক্ষায় নেগেটিভ হন তিনি।
কাল তাঁকে ছাড়াই পুরোদমে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। সালভিওকে দিতে হয়েছে আরেক দফা পরীক্ষা। সে পরীক্ষায় নেগেটিভ হওয়ায় জাতীয় দলের সঙ্গেই আছেন সালভিও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সে খুশির খবর দিয়েছেন ৩০ বছর বয়সী এ ফুটবলার। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে সালভিও-র। চোটে পড়া জিওভানি লো সেলসোর জায়গায় তাঁকে মাঠে নামাতে পারেন আর্জেন্টিনা কোচ স্কালোনি। দলের সব খেলোয়াড়ের করোনা নেগেটিভ হওয়ার খবর অফিশিয়াল টুইটারে অ্যাকাউন্টে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কাল টুইটে জানানো হয়, ‘খেলোয়াড়, কোচিং স্টাফ ও স্টাফদের পরীক্ষায় সবাই নেগেটিভ।’ সালভিও নিজে এ সুখবর টুইটারে জানিয়েছেন খুশির ইমো পোস্ট করে।
করোনা স্বস্তি দিলেও চোট কপালে ভাজ ফেলেছে স্কালোনির। এরই মধ্যে দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক হুয়ান মুসো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর, তাদের জায়গায় দেখা যেতে পারে লা লিগার দল কাদিসের গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমা ও বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওসকে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :