চুয়াডাঙ্গা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল: শায়খ আহমাদুল্লাহ

Padma Sangbad

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরও একটি সুযোগ এল আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান।’

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আহমাদুল্লাহ এসব কথা বলেন।

আহমাদুল্লাহ আরও লেখেন, ‘এ মাসের যাবতীয় কল্যাণ-বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন—এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি।’

রমজানের চাঁদ যেন সবার জন্য কল্যাণ বয়ে আনে—এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করে জনপ্রিয় ইসলামী আলোচক লেখেন, ‘হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে উদিত করুন। (হে চাঁদ,) আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক আল্লাহ।’

আপডেট : ১১:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল: শায়খ আহমাদুল্লাহ

আপডেট : ১১:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘নতুন চাঁদের রোশনিতে শুরু হলো ইবাদতের বসন্তকাল। পাপের অন্ধকার মুছে পুণ্যের আলোয় জীবন ভরিয়ে তোলার আরও একটি সুযোগ এল আমাদের সামনে। আহলান, সাহলান শাহরু রমাদান।’

আজ শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আহমাদুল্লাহ এসব কথা বলেন।

আহমাদুল্লাহ আরও লেখেন, ‘এ মাসের যাবতীয় কল্যাণ-বৃষ্টিতে সিক্ত হোক আমাদের শুষ্ক উঠোন—এই পবিত্র ক্ষণে মহান রবের কাছে সেই প্রার্থনা করি।’

রমজানের চাঁদ যেন সবার জন্য কল্যাণ বয়ে আনে—এমন আকাঙ্ক্ষা ব্যক্ত করে জনপ্রিয় ইসলামী আলোচক লেখেন, ‘হে আল্লাহ, এই চাঁদকে আমাদের জন্য কল্যাণ, ঈমান, নিরাপত্তা ও ইসলামের সাথে উদিত করুন। (হে চাঁদ,) আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক আল্লাহ।’