দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
পাবনায় গৃহবধূ ধর্ষণ মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় গোলজার হোসেন (৩৫) নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গোলজার নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিম দুই বছর আগে ইরাকে পাড়ি জমান। এরই মধ্যে আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন আব্দুর রহিমের স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন এবং একাধিকবার ধর্ষন করেন বলে অভিযোগ ওই গৃহবধূর। এক পর্যায়ে ওই গৃহবধূর অশ্লীল ছবি ভিডিওতে ধারণ করে তা প্রচারের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ৫ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেন আওয়ামীলীগ নেতা গোলজার হোসেন।এ ঘটনায় বুধবার বিকেলে ওই গৃহবধূ থানায় আওয়ামীলীগ নেতা গোলজার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ আসামী গোলজার হোসেনকে গ্রেফতার করে।।
Leave a Reply